সত্যখবর ডেস্ক: দেশের তিন বিভাগের ওপর দিয়ে অন্তত দুদিন তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্রমেই তাপমাত্রা বাড়তে পারে। এ সময়ে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে জনজীবনে অস্বস্তি বাড়বে।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবারের মতোই বুধবারও তিন বিভাগে তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে। এর মধ্যে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। এই তাপদাহ অব্যাহত থাকতে পারে। আর তা আরও বিস্তার লাভ করতে পারে।
এদিকে চট্টগ্রাম ও সিলেট এই দুই বিভাগের দুএকটি স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এপ্রিল মাসের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে দুএকটি লঘুচাপ সৃষ্টির। লঘুচাপের একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply