উইমেন ডেস্ক: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামে নাজমুল হোসেন নামের এক নিরীহ ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে ওই এলাকার সন্ত্রাসী বাশার গ্রুপ। চাঁদা না দিলে নাজমুল ও তার পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেয় সন্ত্রাসী বাশার ও তার সাঙ্গপাঙ্গরা। এমনকি তার মেয়ের অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। এ বিষয়ে নিরীহ নাজমুলের স্ত্রী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাসমথুরাপুর গ্রামের নাজমুল হোসেনের কাছে বিগত একমাস পূর্ব থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকার আজিজুল হকের ছেলে আবুল বাশার (৪৫), একই ইউনিয়নের হোসেনাবাদ ‘স’ মিলপাড়া এলাকার মৃত আব্দুল মান্নার ছেলে সাজ্জাদ হোসেন (৩৫) ও দৌলতপুর ইউনিয়নের স্বরুপপুর এলাকার সুজন (৩০)। এরা সবাই এলাকার টপ চাঁদাবাজ ও মাস্তান। সন্ত্রাসী বাশার গ্রুপের দাবিকৃত চাঁদার টাকা নাজমুল দিতে অস্বীকৃতি জানালে তারা নাজমুল ও নাজমুলের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিল। এমনকি তারা তার মেয়ের অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।
সম্প্রতি গত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল ৪টার দিকে চাঁদাবাজরা নাজমুলের বাড়ীতে যায়। এসময় তারা নাজমুলের কাছে পূর্বের দাবিকৃত চাঁদার টাকা পুনরায় দাবি করে। না দিলে তার মেয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়াসহ পরিবারের সবাইকে খুন করার হুমকি দেয় সন্ত্রাসী ও চাঁদাবাজ বাশার গ্রুপ। সন্ত্রাসী-চাঁদাবাজদের ভয়ে ও মেয়ের সম্মানহানির কথা চিন্তা করে এসময় বাশারের হাতে নগদ ১৫ হাজার টাকা দেয় তারা। টাকা নিয়ে চলে যাওয়ার সময় ওই সন্ত্রাসীরা আরো ৫০ হাজার টাকা আগাামী এক সপ্তাহের মধ্যে জোগাড় করে রাখতে বলে। অন্যথায় বিভিন্ন ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করে ওই সন্ত্রাসী-চাঁদাবাজরা। এসময় স্থানীয়রা চাঁদাবাজ ও সন্ত্রাসী বাশার গ্রুপের চাঁদা দাবি ও চাঁদা আদায় সম্পর্কে অবগত হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, এজাহারটি এখনো হাতে পায়নি। পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply