কুষ্টিয়ার দৌলতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় নিরব হোসেন রাব্বীকে ছাত্রলীগের নেতাকর্মীরা হত্যা করে। হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে আজ শনিবার ২১ (সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডী উওর পাড়ায় নিহতের রাব্বীর বাড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন , নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, জিয়াউল হক জিয়া সহ নিহতের বাবা মসলেম আলী, মা অলকা ইয়াসমিন এই সময় উপস্থিত ছিলেন। এই সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৩০ আগষ্ট নিরব হোসেন রাব্বি (১৯)কে হত্যা করা হয়। তারি পরিপ্রেক্ষিতে নিহতের চাচা শফিউল ইসলাম(৫৫) ৫ সেপ্টেম্বর চার থেকে পাঁচ জন কে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply