সত্যখবর ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষণা করা হতে থাকে। নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো-
কুষ্টিয়া: মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে জিতেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম। কুমারখালীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্না খাঁন, দৌলতপুরে সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহম্মেদ চৌধুরী এবং ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের ভাগ্নির স্বামী আবু হেনা মস্তফা কামাল মুকুল চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে আবুল কালাম আজাদ এবং বকশীগঞ্জে নজরুল ইসলাম সাত্তার নির্বাচিত হয়েছেন। এছাড়াও ইসলামপুর উপজেলায় অ্যাডভোকেট আব্দুস ছালাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নী আক্তার নামে রূপান্তরিত এক নারী নির্বাচিত হয়েছে।
জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল মার্কায় ৪৪ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পাঁচবিবি উপজেলা পরিষদে নির্দলীয় প্রার্থী সাবকুন নাহার শিখা ঘোড়া মার্কা প্রতীকে ৩৮ হাজার ৩০৯ নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে যুবলীগ নেতা সেখ ওয়াহিদুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খাতুন নির্বাচিত হয়েছেন।
চিতলমারীতে চেয়ারম্যান পদে আবু জাফর মো. আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান পদে কাজী আজমীর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা মল্লিক নির্বাচিত হয়েছেন।
মোল্লাহাটে চেয়ারম্যান পদে শাহিনুল আলম ছানা পুনর্র্নিবাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলাম মিল্টন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রীনা পারভীন নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নার্গিস বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন।
ঘাটাইলে আরিফ হোসেন ও কালিহাতীতে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আজাদ সিদ্দিকী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ছোট ভাই।
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে ছাইদুর রহমান স্বপন ও আখাউড়ায় মনির হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ছাইদুর রহমান আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মনির হোসেন আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক।
নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম স্বপন জয় পেয়েছেন। সোনারগাঁ উপজেলায় মাহফুজুর রহমান কালাম এবং রূপগঞ্জে হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
লালমনিরহাট: জেলার আদিতমারীতে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুক ইমরুল কায়েস। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মাইদুল ইসলাম সরকার বাবু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ছামসুন নাহার মিলি।
চাচাকে হারিয়ে প্রথমবারের মতো লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রাকিবুজ্জামান আহমেদ। তিনি লালমনিরহাট ২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হয়েছেন জাবির হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শিউলী রানী রায়।
ঝালকাঠি: জেলার সদর উপজেলায় খান আরিফুর রহমান এবং নলছিটি উপজেলায় সালাহউদ্দিন খান সেলিম জয় পেয়েছেন।
সদরে ভাইস চেয়ারম্যান পদে লস্কর আসিফুর রহমান দিপু এবং নারী ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নলছিটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনির এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা আক্তার রিনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন তোফাইল আহামদ।
আর ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কামাল উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা আক্তার বিজয়ী হয়েছেন।
মানিকগঞ্জ: জেলার ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান জনি। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আব্দুল আলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী তানজিনা খন্দকার।
নীলফামারী: বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার (রানা) নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। মহসিন মণ্ডল মিঠু ভাইস চেয়ারম্যান এবং সানজিদা বেগম লাকী মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে নাছির উদ্দিন, উবাচ মারমা ও বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
তিন উপজেলা মিলে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে রাজস্থলী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পদ দুটিতে ভোট হয়নি।
ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কাজী শাহ জামান বাবুল এবং সালথায় মো. ওয়াদুদ মাতুব্বর বিজয়ী হয়েছেন।
কক্সবাজার: কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেব।
পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত নবগঠিত ঈদগাঁও উপজেলা। ২০২১ সালের ২৬ জুলাই ঈদগাঁও উপজেলা গঠন করা হয়।
পিরোজপুর: কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আবু সাঈদ মনু। ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. মৃদুল আহম্মেদ সুমন। ফাতেমা ইয়াসমিন পপি মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আব্দুল হক। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. শফিকুল ইসলাম সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন তুলি মন্ডল।
চাঁদপুর: চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. হুমায়ুন কবির, হেলাল উদ্দিন মিয়াজী ও মকবুল হোসেন পাটোয়ারী।
কুমিল্লা: বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া কামাল।
সদর দক্ষিণ উপজেলায় আবদুল হাই বাবলু চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তৃতীয় হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার।
মাদারীপুর: জেলার কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বিজয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. ইকবাল হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আরিফা আক্তার বীথি।
নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলায় স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম দিপু চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। সোনাইমুড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল চেয়ারম্যান পদে জিতেছেন। চাটখিল উপজেলায় বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির পুনর্র্নিবাচিত হয়েছেন।
ভোলা: সদর উপজেলায় মো. ইউনুছ বিজয়ী হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এস এম নেওয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা আখতার চৌধুরী জয় পেয়েছেন।
দৌলতখান উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মনজুর আলম খান। বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জাফর উল্ল্যাহ চৌধুরী।
দিনাজপুর: বিরল উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। বোচাগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
কাহারোল উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক। বীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবু হুসেন বিপু।
সাতক্ষীরা: দেবহাটায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য মো. আল ফেরদৌস আলফা। ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জি এম স্পর্শ পুনর্র্নিবাচিত হয়েছেন।
তালা উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। ভাইস চেয়ারম্যান পদে মো. ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তারী সুলতানা পুতুল জয় পেয়েছেন।
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। ভাইস চেয়ারম্যান পদে সাহেব আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিলি নির্বাচিত হয়েছেন।
বগুড়া: আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়ায় উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব এবং কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ নির্বাচিত হয়েছেন।
আদমদীঘিতে ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা বেগম চাঁপা (হাঁস) নির্বাচিত হয়েছেন। দুপচাঁচিয়ায় ভাইস চেয়ারম্যান পদে আমিনুর রহমান মহলদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফাহমিদা আকতার (হাঁস) নির্বাচিত হয়েছেন। কাহালুতে ভাইস চেয়ারম্যান পদে আদুল্লাহ আল মাসুদ সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা বেগম জয় পেয়েছেন।
নড়াইল: নড়াইল সদর উপজেলায় মো. আজিজুর রহমান ভূঁইয়া এবং লোহাগড়ায় এ কে এম ফয়জুল হক রোম চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। সদরে ভাইস-চেয়ারম্যান পদে মো. তৌহিদুল ইসলাম এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নাজনীন সুলতানা জিতেছেন। লোহাগড়ায় ভাইস চেয়ারম্যান পদে মো. মোস্তফা কামাল এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন ইতি জয় পেয়েছেন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় নঈম হাসান জোয়ার্দ্দার এবং আলমডাঙ্গায় কে এম মঞ্জিলুর রহমান চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। সদরে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান পুনর্র্নিবাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন মাসুমা খাতুন। আলমডাঙ্গায় মাসুম বিল্লাহ ভাইস চেয়ারম্যান পদে এবং মনিরা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
লক্ষ্মীপুর: রায়পুরে মামুনুর রশিদ এবং রামগঞ্জে ইমতিয়াজ আরাফাত চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
খুলনা: তেরখাদা উপজেলায় আবুল হাসান শেখ, ফুলতলা উপজেলায় শেখ আকরাম হোসেন ও দিঘলিয়া উপজেলায় শেখ মারুফুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শেরপুর: শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ কে এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান পদে আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাকী আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম জয় পেয়েছেন।
খাগড়াছড়ি: পানছড়িতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ইউপিডিএফ-প্রসীত গ্রুপ সমর্থিত প্রার্থী চন্দ্র দেব চাকমা। সৈকত চাকমা ভাইস চেয়ারম্যান ও মনিতা ত্রিপুরা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। ভাইস চেয়ারম্যান পদে ক্যউচিং মারমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যানী ত্রিপুরা জয় পেয়েছেন।
দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী ধর্ম জোতি চাকমা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সিমা দেওয়ান নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে সৈয়দ নজরুল ইসলাম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. রবিউল খান নয়ন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন মোছা. শিউলী বেগম।
রাজশাহী: পুঠিয়া উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ মোল্লা, বাগমারায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু এবং দুর্গাপুর উপজেলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় আবু সাঈদ, মুক্তাগাছায় আব্দুল হাই এবং গৌরীপুরে সোমনাথ সাহা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
বরিশাল: হিজলা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম সাহিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন সেলিনা ইসলাম তুহিন।
মুলাদী উপজেলায় চেয়ারম্যান হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনোয়ার তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাকসুদা আক্তার শোভা।
পঞ্চগড়: বোদা উপজেলায় বর্তমান চেয়ারম্যান ফারুক আলম টবি পুনর্র্নিবাচিত হয়েছেন। দেবীগঞ্জে নতুন মুখ হিসেবে মদন মোহন রায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার: রাজনগরে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. আব্দুল কাদির ফৌজি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন সুমাইয়া সুমি।
নাটোর: লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে মো. শামীম আহম্মেদ সাগর। ভাইস চেয়ারম্যান পদে তৌহিদুল ইসলাম বাঘা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা খাতুন শাপলা নির্বাচিত হয়েছেন।
বাগাতিপাড়া উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে কাজী আমানুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিতা বেগম নির্বাচিত হয়েছেন।
Leave a Reply