মোঃ ইয়ামিন হাসান শুভ, স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ এর আভিযানিক দল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বরেন্দ্র আলীম মাদ্রাসার পূর্ব পাশের খেলার মাঠ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ মাসুদ রানা (৪০), পিতা-মোঃ মঞ্জুর রহমান, মাতা-মোসাঃ মাবিয়া বেগম, সাং–গোপালপুর, থানা–শিবগঞ্জ, জেলা–চাঁপাইনবাবগঞ্জ।
২। মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা–মৃত মকবলু হোসেন, মাতা–ঝুমেরা বেগম, সাং–শ্যামপুর, থানা–শিবগঞ্জ, জেলা–চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে জব্দ করা হয় ১২০ বোতল ফেন্সিডিল। উক্ত ঘটনায় নিয়ামতপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply