উইমেন ডেস্ক: রোববার, ০৩ অক্টোবর ২০২১, ১৯ আশ্বিন ১৪২৮ |
নওগাঁর মান্দায় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী এজাবুল রহমানকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কালিসফা কালিতলা মাঠের উত্তর দিকে কালিসপা জাগরণী ক্লাব তাকে গ্রেফতার করা হয়।
আটক এজাবুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার গাজিপুর (সোনামসজিদ) গ্রামের মৃত গেদু মন্ডলের ছেলে।র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এজাবুল রহমানকে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এজাবুল রহমান অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছেন।
এ ঘটনায় মান্দা থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply