কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ও তালবাড়িয়া ইউনিয়নের পদ্মানদী ভাঙন কবলিত এলাকা সমূহ পরিদর্শন করেন এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। তিনি কুুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টার দিকে তিনি নদীভাঙন কবলিত এসব এলাকা হেঁটে পরিদর্শন করেন।
প্রমত্ত পদ্মার সর্বনাশা ভাঙনে বহু মানুষের ঘরবাড়ি ও আবাদি জমি বিলীন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নদীগর্ভে সর্বস্ব হারিয়ে কেউ কেউ একেবারে সহায় সম্বলহীন হয়ে পড়েছে। নদী ভাঙনের শিকার এসব মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এ্যাডভোকেট অপু। এছাড়াও তিনি বলেন, “পদ্মার ভয়াল গ্রাসে অত্র এলাকার বহু মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এই এলাকার লোকজন নদী ভাঙন প্রতিরোধে একটি কমিটি করে। সেই কমিটির সাথে মানবন্ধনে আমিও উপস্থিত ছিলাম। আমি পানি উন্নয়ন বোর্ডে গিয়েছিলাম। সেখানকার কর্মকর্তাদের সাথে অবিলম্বে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে কথা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশার চিত্র সচক্ষে দেখতে এখানে এসেছি। এভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সসবসময় দেশের মানুষের কথা ভাবে এবং তাঁদের পাশে থেকে কাজ করে।
এসময় উপস্থিত ছিলেন তালবাড়িয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল-বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, কুুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন জীবন, তালবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহেদুল হক রিংকু, সিনিয়র সহ-সভাপতি রিফাত আহমেদ হৃদয় এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply