সত্যখবর ডেস্ক: নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণের করা মামলায় রুবেল মাল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার বিন্দা বনপুর গ্রাম হতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুবেল মাল একই উপজেলার দেবোত্তার গরিলা গ্রামের ফরিদুল ইসলাম মালের ছেলে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
দায়েরকৃত অভিযোগের বরাত দিয়ে কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম আরো জানান, গ্রেফতারকৃত রুবেল মাল সম্পর্কে ভুক্তভোগী গৃহবধূর দেবর ও প্রতিবেশি। এই ঘটনার আগেও রুবেল তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ৭ ফেব্রুয়ারি ওই গৃহবধূর স্বামী নাটোর সদর হাসপাতালে অবস্থান করেন। ওই সুযোগে ওইদিন রাতে অভিযুক্ত রুবেল মাল ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ ও কৌশলে উত্তেজনাকর ভিডিও ধারণ করে।
পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় কুপ্রস্তাব দিলে ওই গৃহবধূ বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই পলাতক ছিলেন রুবেল মাল।
পরবর্তীতে উক্ত মামলার তদন্দকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য নাটোর র্যাব ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। গ্রেফতারের পর রুবেল মালকে গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়।
Leave a Reply