সত্যখবর ডেস্ক: নাটোরে দুটি মিনি ট্রাক ও প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা জব্দসহ ছয় যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজারে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন কুড়িগ্রামের নুরুল আমিন, নাজমুল হক, নজরুল ইসলাম, এরশাদুল হক ও রংপুরের বকুল। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গোয়েন্দা পরিদর্শক পারভীন আক্তার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর একটি গোয়েন্দা ইউনিট শনিবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এসময় নাটোরমুখী একটি মিনি ট্রাক ও একটি প্রাইভেটকারে তল্লাশি চলাকালে তোষকের আদলে বানানো তিনটি প্যাকেট থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় সদর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
Leave a Reply