1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :
repliquemontre.co
www.igetaustralianvapor.com
www.topwatchesol.com

fake rolex

relojes replica

shi sha magic
franck muller replica

নাহিদ রানার গতিময় বোলিংয়ে মুগ্ধ স্টেইন

  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ মোট ভিউ
নাহিদ রানার গতিময় বোলিংয়ে মুগ্ধ স্টেইন
নাহিদ রানার গতিময় বোলিংয়ে মুগ্ধ স্টেইন

গতিময় বোলিং দিয়ে খুব অল্প সময়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নাহিদ রানা। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গতিময় বোলিংয়ে কিংবদন্তী ক্রিকেটারদের নজর কেড়েছেন তিনি।

গত সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেন রানা। উইলিয়ামসনের উইকেট নিয়ে আইসিসি ইভেন্টে উইকেটের খাতা খুলেছেন তিনি। ম্যাচে ৪৩ রানের খরচায় এক উইকেট শিকার করা রানাকে প্রশংসায় ভাসিয়েছেন কিউইদের হয়ে সেঞ্চুরি হাঁকানো রাচিন রবীন্দ্র। এছাড়া, ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে রানার প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেইল স্টেইন।

রানাকে নিয়ে স্টেইন বলেন, ‘হ্যা দারুণ গতি তার (রানার) বলে। (কেন) উইলিয়ামসনকে যে ওভারে আউট করলো তাকে অনেক চাপে ফেলে দিয়েছিল। কোনো শর্ট বল দেয়নি সে। অন্য কোনো বলে হয়তবা কেইন চাইলে থার্ডম্যানে বলটা পাঠিয়ে দিতে পারত, তবে এবার বলে গতি থাকায় কেইন পারেনি। ফলে নাহিদ রানার বলে ভালো কিছু আছে। এমনভাবে ১৫০ এর কাছাকাছি গতিতে বল করে যেতে পারলে সবাইকে পরীক্ষায় ফেলতে পারবে। আইসিসি ইভেন্টে এসে বাংলাদেশ আবারও লড়াই করতে পারল না, বিষয়টা দুঃখজনক।

রানার বোলিংয়ে মুগ্ধ সাবেক ক্রিকেটার এবং নামী কোচ ওয়াসিম জাফরও। তিনি বলেন, কেন (উইলিয়ামসন) সময় নিবে ভেবেছিলাম। তবে এখানে নাহিদ রানাকে কৃতিত্ব দিতে হবে। যেভাবে সে ওভারটা করল! আপনি আশা করবেন কেন ফিরে আসবে দ্রুতই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com