উইমেন ডেস্ক: নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে বদিউল আলম (৭৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সেনবাগের কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
সেনবাগ থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন তিনি।সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে বদিউল আলম কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
Leave a Reply