উইমেন ডেস্ক: নড়াইলে মো. আজহারুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।মো. আজহারুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া থানার দিগং বিশ্বাস পাড়ার খোরশেদ আলি বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারের ব্রিজের উপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ মো. আজহারুল ইসলামকে আটক করে পুলিশ।
পরে তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।
Leave a Reply