ঢাকা অফিস : পটুয়াখালীর গলাচিপায় খাদিজা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুরে পৌরসভার খেয়াঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ। এ সময় পুলিশ মৃত খাদিজার স্বামী স্বপন চৌকিদার (৪২) ও স্বামীর চাচাত ভাই জাকির চৌকিদারকে (৪০) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক স্বামী স্বপন চৌকিদার তার স্ত্রী খাদিজা বেগম চালের পোকা মারার কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে। তবে পুলিশ এ ঘটনাকে খুন বলে প্রাথমিক ভাবে সন্দেহ করছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দক্ষিণ কাজীরহাওলা গ্রামের সোবাহান চৌকিদারের ছেলে স্বপন চৌকিদার ঢাকার একটি পল্ট্রি ফার্মে চাকুরী করে। সেখান থেকে স্বপন চৌকিদার নিয়মিত স্ত্রী খাদিজা বেগমের কাছে টাকা পাঠাত। স্ত্রী খাদিজা বেগম বাড়িতে থেকে ওই টাকা দিয়ে এলাকায় সুদের ব্যবসা করতো। ঘটনার ২/৩দিন আগে স্বামী স্বপন চৌকিদার বাড়ি আসে এবং স্ত্রী খাদিজা বেগমের কাছে টাকার হিসাব চায়। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। স্বপন চৌকিদার পুলিশকে জানিয়েছে, ঝগড়ার এক পর্যায়ে গতকাল মঙ্গলবার রাতে স্ত্রী খাদিজা বেগম কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এতে খাদিজা বেগম অসুস্থ হয়ে পরে। চিকিৎসার জন্য পটুয়াখালী নেয়ার পথে গলাচিপা খেয়াঘাট এলাকায় খাদিজা বেগম মারা যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, প্রথম থেকেই ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় দুজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply