উইমেন ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানের ২৫ অক্টোবর পর্যন্ত জেলেদের ১ লাখ টাকা জরিমানা ও ১৬ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ।
সোমবার অভিযানের শেষ দিনে পদ্মানদীতে অভিযান চালিয়ে ২ জেলের ১০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ অভিযান অব্যাহত থাকবে ২৫ অক্টোবর মধ্যে রাত পর্যন্ত।
সোমবার মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। বিকেলে শিলাইদহের পদ্মানদীতে অভিযান চালিয়ে ২ জেলের ১০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
কুমারখালী মৎস্য অধিদপ্তর থেকে জানা যায়, ২৫ অক্টোবর পর্যন্ত ৭ টি মোবাইল কোর্ট পরিচালনায় ২৬ জেলের ১ লাখ টাকা জরিমানা, ১.৭ লক্ষ মিটার কারেন্ট জাল ধ্বংস ও ১৬ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply