সত্যখবর ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীকে নিজ হাতে গলা কেটে হত্যা করে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী সফর আলী।
রবিবার দুপুরে কমলগঞ্জ সদর ইউপির বাঘমারা গ্রামে ঘটনাটি ঘটে। সফর আলী বাঘমারা গ্রামের কুদ্দুছ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের রমজানের চার দিন আগে সৌদি আরবে যান এক সন্তানের জননী শিল্পী বেগম। শনিবার রাতে সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে ফেরত এসে রবিবার সকালে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পরপরই পরকীয়ার অভিযোগ এনে স্বামী সফর আলী দেশীয় দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে আত্মসমর্পন করেন।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Leave a Reply