1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ১২ শিক্ষার্থীকে শাস্তি

  • আপডেট টাইমঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৫৬ মোট ভিউ
ফাইল ছবি

সত্যখবর ডেস্ক: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এতে ৪ জনকে এক সেমিস্টার বাতিল ও সাতজনকে একটি কোর্স বাতিল করা হয়েছে। এ ছাড়া অপরাধ বিবেচনা সাপেক্ষে একজনকে সতর্ক করা হয়।

রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শাস্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(১৫), ৬(১), ৬(৩) ও ৬(১৫) ধারা মোতাবেক ৪জনকে একটি সেমিস্টার, ৭জনকে একটি করে কোর্স বাতিল করা হয়েছে। এতে স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের মোস্তাফিজুর রহমান, মেহতাব বিনতে মাহবুব, ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের পূর্ণিমা ভক্ত, শিমুল হোসেনকে একটি সেমিস্টার বাতিল করা হয়।

এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মিরাজ আলী, ২০২০-২১ শিক্ষাবর্ষের ইস্তেকাব আহমেদ, সাফিনুর রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের জাহিদ হোসেন তন্ময়, সাফিউল আলম, লোক প্রশাসন বিভাগের তিতলী সরকার অর্থী এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তাজমিন নাহারকে একটি করে কোর্স বাতিল করা হয়েছে।

এ ছাড়া ১০১৮-১৯ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজনকে পরীক্ষার হলে মোবাইল ব্যাবহার না করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com