উইমেন ডেস্ক: পাবনার ভাঙ্গুড়া থেকে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির সদস্যরা।
র্যাবের স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জন রানার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল রোববার রাতে ভাঙ্গুরা থানাধীন মাদারবাড়ীয়া মৌজার স্কুলের মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন- ভাঙ্গুড়ার মাদারবাড়ীয়া মধ্যপাড়ার আবু বক্কারের ছেলে ফরিদুল ইসলাম (৪০), পশ্চিম পাড়ার বাছের খন্দকারের ছেলে আব্দুল আজিজ (৫০) ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার শাকুয়া দীঘির আমজাদ হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৭)।
তাদের বিরুদ্ধে পাবনার ভাঙ্গুড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply