1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

পিবিআইয়ের এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১২০ মোট ভিউ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ’পিবিআই’ এর এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা আমলে নিয়ে উত্তরা পূর্ব থানার ওসিকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহারের আদালত এ নির্দেশ দেন। আজ দুপুরে বাদী হয়ে আদালতে মামলার আবেদনটি করেন এক নারী পুলিশ পরিদর্শক। এরপর বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ব্যাপারে পরে আদেশ দেবেন বলে জানান আদালত। পরে বিকালে আদালত মামলাটির নথিপত্র ও আলামত পর্যালোচনা করে উত্তরা পূর্ব থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে বলেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালে বাদী ও আসামি দুই জনই সুদানে একসঙ্গে কাজ করতেন। সেখানে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৯ সালের ২০ ডিসেম্বর আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে জাপ্টে ধরে বাদীকে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি-ধামকি দেন আসামি। এর দুই দিন পর ২২ ডিসেম্বর আসামি পুনরায় পূর্বের ঘটনা ভুল বোঝাবুঝির কথা বলে বাদীর বাসায় যান। কিন্তু ওই দিনও বাদীকে ধর্ষণ করেন। এই ঘটনাও কাউকে না জানাতে আসামি বাদীকে বলেন। যদি বাদী কাউকে এ ঘটনা জানান তাহলে তার ভীষণ ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, আসামি বিয়ের কথা বলে ধর্ষণ করেন। বাদী বিষয়টি নিয়ে পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com