উইমেন ডেস্ক ।। শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮ |
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের ওপর হামলা মামলার এক আসামিকে ৫০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। এসময় তার সহযোগীকেও আটক করা হয়। শুক্রবার রাতে এক বিশেষ অভিযানে তাদের আটক করে। আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়ার সুলতান আহমদের ছেলে হাবিবুর রহমান ওরফে মগু (৩৫) এবং তার সহযোগী ছৈয়দুল আহাম্মদের ছেলে আব্দুল গণি (৩০)।
পুলিশ জানায়-টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার পুলিশের ওপর হামলাকারী হাবিবুর রহমান ওরফে মগু বিক্রির জন্য ইয়াবার একটি বড় চালান মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।এর ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল শাকিল আহাম্মদের (বিপিএস) নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পরে বাড়ি হতে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়।
এসময় তার স্বীকারোক্তি মতে একটি আলমিরাতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান যুগান্তরকে জানান- আটক মগুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা, নারী নির্যাতন, ইয়াবাসহ আটটির অধিক মামলা রয়েছে।
গত মাসে পুলিশ সদর ইউনিয়নে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা করে দুই এসআই ও এক কনস্টেবলকে আহত করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে।
Leave a Reply