সত্যখবর ডেস্ক : কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কের সড়কবাতির খুঁটি দখল করে ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন টানানোর হিড়িক পড়েছে। সড়কবাতির খুঁটি অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করেও লাগাম টানতে পারছেনা পৌর কর্তৃপক্ষ।
রোববার (৯ জুন) ঈদ শুভেচ্ছার নামে কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন তার ব্যানার-ফেস্টুন সাঁটান। এই নিয়ে দৈনিক সত্যখবর পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তোপের মুখে পড়েন শাহিন উদ্দিন। এরপরই পৌর কতৃপক্ষ তার ব্যানার-ফেস্টুন বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাতে অপসারণ করেন।
এরপর এবার একই স্থানে কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুণ তার ব্যানার-ফেস্টুন সাঁটান। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে পৌরসভার আইন অমান্য করে সাইফুদ দৌলা তরুণ ঈদ শুভেচ্ছার নামে তার ছবিসংবলিত রঙিন ব্যানার-ফেস্টুন সাঁটান।
এই নিয়ে পৌর বাসিন্দারা বলছে, সড়কবাতির খুঁটিতে ব্যানার-ফেস্টুন লাগাতে পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে নেতাদের সড়কবাতির খুঁটি দখল করে ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন টানানোর হিড়িক পড়েছে। এতে সৌন্দর্য হারাচ্ছিল শহর, ব্যানার-ফেস্টুনের কারণে তৈরি হচ্ছে দুর্ঘটনার শঙ্কাও। স্থানীয় পযার্য়ে এদের কোনো অবস্থান নেই, রঙিন ব্যানার-ফেস্টুনেই এদের রাজনীতি ও প্রভাব বিস্তারের চেষ্টা। তাই সড়কবাতিতে খুঁটিতে কারো ব্যানার-ফেস্টুন দেখতে চাই না। ব্যানার ফেস্টুন সরাতে পৌর কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নিবে বলে আশা করছি।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। এ ব্যাপারে কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুণকে জানানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার ব্যানার-ফেস্টুন সরিয়ে নিবে বলে তিনি জানিয়েছেন। এটি সরাতে সময় ক্ষেপণ করলেই পৌর কর্তৃপক্ষই তা সরিয়ে ফেলবে। এরপর থেকে সড়কবাতির খুঁটিতে কেউ ব্যানার ফেস্টুন লাগালে তাকে ছাড় দেয়া হবে না।
এ ব্যাপারে কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুণ বলেন,আমার লোকজন ভুল করে সড়কবাতির খুঁটিতে ব্যানার ফেস্টুন লাগিয়েছে কিছুক্ষণের মধ্যেই তা আমি নিজ দায়িত্বে সরিয়ে নিব।এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। এখনই ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply