সত্যখবর ডেস্ক: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে প্রেমিকার বিয়ের খবর শুনে অভিমানে আত্মহত্যা করেছে অনিমেষ চন্দ্র নামের এক কিশোর। সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী আর্দশ গ্রামের নিজ বাড়ি সামনে থেকে অনিমেষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অনিমেষ সদর উপজেলার বগুলাডাঙ্গী আর্দশ পাড়া গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, গভীর রাতে অনিমেষ খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। সকালে বাড়ির কাছেই কাঁঠাল গাছের মগডালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে তার মরদেহের সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, এক মেয়ের সঙ্গে অনিমেষের প্রেমের সম্পর্ক ছিল বলে জেনেছি। প্রেমিকার বিয়ে হওয়ার কথা শুনে সে মানসিক অস্থিরতায় ছিল। হয়তো এ কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
ভূল্লী থানার ওসি দুলাল উদ্দিন জানান, অনিমেষের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। সুরতহাল রিপোর্টেও কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply