সত্যখবর ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে নানির ঘরে মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে পাবেল হোসেন (২২) নামে এক বখাটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর নানি বাদী হয়ে শুক্রবার রাতে থানায় এ মামলা দায়ের করেন। পাবেল হোসেন উপজেলার চিথুলিয়া গ্রামের ছরোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী উপজেলার মরিচতলা দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। মরিচতলা গ্রামে নানির বাড়ি থেকে সে মাদরাসায় লেখাপড়া করে। মাদরাসায় যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করার পাশাপাশি প্রেম প্রস্তাব দেয় পাবেল হোসেন। কিন্তু প্রেমে সাড়া না পেয়ে পাবেল ওই ছাত্রীর উপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
এ অবস্থায় ২২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ওই ছাত্রীর নানির বাড়ির লোকজন গ্রামের ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যান। মাদরাসা ছাত্রী তখন নানার ঘরে একাই ঘুমিয়ে ছিল। এ সুযোগে পাবেল ওই বাড়িতে গিয়ে কৌশলে নানির ঘরের ভেতর ঢুকে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছলে পাবেল হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর নানি বাদি হয়ে পাবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, প্রাথমিক তদন্তে মামলার সত্যতা পাওয়া গেছে। এ মামলার একমাত্র আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply