বিপিএলে ফাহিম আশরাফ ফাইফারে সিলেট স্ট্রাইকার্সকে ১১৬ রানে আটকে দিল ফরচুন বরিশাল।
ফলে জয়ের জন্য ১১৭ রান করতে হবে বরিশালকে।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ পর্যন্ত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৬ রান করতে পেরেছে সিলেট। বরিশালের পক্ষে বল হাতে ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সিলেট। আফগানিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার হানেন প্রথম আঘাত। ৭ রানে ৪ রান করা স্কটিশ ব্যাটার জর্জ মানসেকে ফেরান নবি। এরপর ৫ রান যোগ হতেই আরও এক উইকেট হারায় সিলেট। এবার ইংলিশ পেসার জেমস ফুলের বিদায় করেন তিনে নামা জাকির হাসানকে (৪)।
ষষ্ঠ ওভারে জোড়া উইকেট তুলে নেন ফাহিম আশরাফ। দলীয় ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সিলেট আর ঘুরে দাঁড়াতে পারেনি। উইকেট পতনের মিছিলে যোগ হতে থাকে একের পর এক নাম। স্রোতের বিপরীতে টিকে থাকার লড়াই করেন কেবল আহসান ভাট্টি (২৯ বলে ২৮ রান) ও জাকের আলি (১৯ বলে ২৪ রান)।
শেষদিকে সিলেটের অধিনায়ক আরিফুল হক (১২) ও তানজিম হাসান সাকিব (১৩) মিলে দলের সংগ্রহ ১০০ পার করেন।
বরিশালের পক্ষে বল হাতে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন বরিশালের ফাহিম। এছাড়া জেমস ফুলের ও নবি নেন ২টি করে উইকেট।
Leave a Reply