কবিতা-ফিরে দেখা
লেখক-সোমনাথ সান্যাল (ভারত)
কিছু হারিয়ে যাওয়া পুরোনো দিন
হারিয়ে যাওয়া সেই স্বপ্ন রঙিন
গ্রামের মাটির সে মমতার টান
ছেলে বেলার হারানো গান
খুঁজে যাই সারাক্ষণ এই বুকে
দুঃখ এটাই যে খুঁজে পাওয়া তা স্বপ্নের আসা
পথ গুলো সব দিশে হারা।
নিরন্তর বয়ে যায় ব্যথা এই বুকে
অন্ধকার সারা দিয়ে যায় এই চোখে
ডাক পেলে ওই শক্তির,নিমেষে মিলে যায় হাওয়ার মতো
বেদনার ইতি হয় শুকনো পাতার মতো।
আজ এই শহরের ভিড়ে
মিশে গেছে রোজের ক্লান্তি
আছে অর্থ নেই শান্তি
এগিয়ে যাওয়ার দৌড়ে শখ মেশানো ওষুধে ভুলে গেছি
কোনটা শুরু কোনটা শেষ
মনে হয় যেন হাত বাড়ালেই রূপকথার দেশ।
Leave a Reply