চট্টগ্রাম ছাড়া দেশের অন্য সব অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তার।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক রোববার বলেছেন, আশ্বিনের শেষ ভাগে এসে আগামী দুই দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
“দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল, সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। এটা ভারত হয়ে অতিক্রম করতে পারে।”
অধিদপ্তরের সকাল ১০টার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অবশিষ্টাংশও বিদায় হতে পারে।
এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও-কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গেল ২৪ ঘণ্টায় ঢাকায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। এছাড়া নারায়ণগঞ্জে ২২ এবং খুলনা বিভাগের কুমারখালীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ে মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর সর্বনি¤œ তাপমাত্রা ছিল উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply