গত ২১ আগস্ট থেকে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরপর থেকে মানবেতর জীবন যাপন করছে বানভাসি মানুষ। অধিকাংশ পরিবার ঘর ছেড়ে আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সংকটময় এই মুহূর্তে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরের সেচ্ছাসেবী সংগঠন ছাত্র-জনতা ঐক্য পরিষদ বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
তারই ধারাবাহিকতায় ৩০ আগস্ট সকালে বানভাসীদের জন্য খাদ্যদ্রব্য, বিশুদ্ধ পানি, ঔষধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে খুলনার উদ্দেশ্য রওনা দেয় ছাত্র-জনতা ঐক্য পরিষদের সদস্যরা।
পরে দুপরের দিকে খুলনার হরিণ খোলা এলাকায় বন্যা কবলিত বানভাসিদের মাঝে উপহার সরূপ ত্রাণ সামগ্রী তুলে দেন ছাত্র-জনতা ঐক্য পরিষদের সদস্যরা।
এসময় ছাত্র-জনতা ঐক্য পরিষদকে সাহায্য সহযোগিতা করার জন্য হাটশ হরিপুর ইউনিয়নের সকল জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র-জনতা ঐক্য পরিষদের সদস্য নাজমুস সাকিব,তাওহিদ রহমান রিপ্পি, মো: হাবিবুল ইসলাম সৌরভ, ইমরান হোসেন, রাতুল,সিয়াম, শাওন, রায়হান, তুষার সহ আরও অনেকে।
Leave a Reply