বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ওয়ানডে সিরিজের আগে স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে বাধ্য হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজ থেকে ছিটকে গেলেন দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস।
মিন্ডলির এখনও ওয়ানডে অভিষেক হয়নি। তবে তিনি একটি টেস্ট খেলেছেন ২০২২ সালে। ওয়ানডে দলে সুযোগ পেলেন এবারই প্রথমবার। ব্লেডস জাতীয় দলের যেকোনো সংস্করণেই জায়গা পেলেন এবার প্রথমবার।
আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শারেফানে রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
Leave a Reply