বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যাসোসিয়েশনের (বিএমটিএ) কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু, প্রধান বক্তা ছিলেন মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ মোমিনুল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব প্রকৌশলী জাকির সরকার প্রমূখ। কুষ্টিয়া জেলার সর্বস্তরের মেডিকেল টেকনোলোজিস্টদের নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলন মোঃ ইয়ারুল ইসলামকে সভাপতি ও মোঃ সৌরভ হোসেন রিংকুকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার কমিটি গঠন করা হয়।
এছাড়াও মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলারও কমিটি গঠন করা হয় এই সম্মেলন থেকে।
Leave a Reply