দিনাজপুরের বিরলে এক ব্যাক্তির মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। ওই ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নেয়ার ৩ ঘণ্টা অতিবাহিত না হতেই পরিবারকে অসুস্থতার সংবাদ দেয়ার পর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ওই ব্যক্তি ভাবেশ চন্দ্র রায় (৫৮) বিরলে উপজেলার শহরগ্রাম ইউপির বাসুদেবপুর গ্রামের মৃত তারকানন্দ রায়ের ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে স্থানীয় কয়েকজন ভবেশ চন্দ্র রায়কে তার বাড়ি থেকে ডেকে নিয়ে নাড়াবাড়ী বাজারে যায়। বেশ কিছুক্ষন পর বাড়িতে মৃত ভবেশের ছেলেকে মোবাইলে জানানো হয় তোমার বাবা পান সিগারেট খেয়ে বমি করছে। তোমরা ফুলবাড়ী হাটে এগিয়ে আসো, আমরা উনাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। রাত ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় একটি ভ্যানযোগে বাড়ির পাশে স্থানীয় ফুলবাড়ী হাটে আনলে ছেলে এ্যাম্বুলেন্সে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিরল থানা পুলিশ রাতেই মৃত ভবেশ চন্দ্র রায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর জানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ভবেশ চন্দ্র রায়ের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহালে তেমন বোঝা না গেলেও ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
Leave a Reply