ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাককে ধাক্কা দিলে ৩৮ জন নিহত হয়েছেন। মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল বাসটি। শনিবার দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চলন্ত অবস্থায় টায়ার বিস্ফোরিত হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয় বাসটি। একটি গ্রানাইট ব্লকও বাসে আঘাত করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটিকে নিয়ে চালক পালিয়ে যায়। এ সময় অন্য একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক্সে লেখেন, ‘বড়দিনের ঠিক আগে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। হতাহতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানোর জন্য আমরা কাজ করছি।’
শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, মিনাস জেরাইস রাজ্যের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মিনাস জেরাইসের তেওফিলো ওতোনি শহরের দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
Leave a Reply