উইমেন ডেস্ক: সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮ |
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির উঠানে গাঁজা চাষ করে এলাকায় বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম (২৪) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে ১০টি গাঁজার গাছ জব্দ করা হয়।
আমিনুল উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বাদী হয়ে আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আমিনুলকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া ভাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, আমিনুল ইসলাম মাদককারবারিতে জড়িত। সে বাড়ির আঙিনায় চারদিকে বেড়া দিয়ে গাঁজার বাগান তৈরি করেছিল। সেখানে চাষ করা গাঁজা এলাকায় বিক্রি করতো ওই তরুণ।
ওসি বলেন, তবে এলাকার বাসিন্দাদের কাছে গাঁজার বাগানকে সবজির ক্ষেত বলে প্রচার করতো। গোপন সংবাদের ভিত্তিতে সেখান অভিযান চালায় পুলিশ। পরে ১০টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
Leave a Reply