চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় চার কেজি কোকেনসহ এক বিদেশি নারীকে আটক করা হয়েছে। স্টালিয়া শান্তে নামের ওই নারী বাহামার নাগরিক। তার কাছ থেকে ‘কোকেনের একটি প্যাকেট’ উদ্ধার করা হয়েছে বলে বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান।
তিনি বলেন, ওই নারী ব্রাজিল থেকে দুবাই হয়ে গত ১৩ জুলাই চট্টগ্রামে আসেন। সেদিন তার কাছে কোনো লাগেজ ছিল না। “চট্টগ্রামে নামার দুদিন পর সোমবার সকালে ওই নারী লাগেজ নিতে বিমানবন্দরে আসেন। তাকে আটকের পর লাগেজে তল্লাশি করে তিন কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কোকেনের প্যাকেট জব্দ করা হয়।”
বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকতারা বাহামার ওই নারীকে আটক করেন। চট্টগ্রামে আসার পর থেকেই ওই নারী বিমান বন্দরের সিকিউরিটি টিম, গোয়েন্দা ও এপিবিএনের নজরদারিতে ছিলেন বলে জানান খলিল।
Leave a Reply