সত্যখবর ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচের আদলে একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মনমুগ্ধকর ডিসপ্লে পরিবেশ করা হয়।
জানা গেছে, বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হিসেবে স্বীকৃত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার তিতাস নদীর অববাহিকায় কৃষ্ণনগর গ্রামের বিপিন পালের অনবদ্য সৃষ্টি এই পুতুল নাচ। তার পুতুলের অসাধারণ কৌশল অবলম্বন করে তিনি সমাজের বিভিন্ন বিষয়কে পুতুল নাচের মাধ্যমে তুলে ধরে থাকেন। তার এ অনবদ্য কারোকাজে ইতিমধ্যে দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন বিপিন পাল। কালের বিবর্তনে এবং অপসংস্কৃতির দাপটে তা আজ হারিয়ে যাওয়ার পথে।
এরই মধ্যে এই পুতুল নাচকে যেন আবারও প্রাণ ফিরিয়ে দিলেন বিপিন পাল। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস স্কুলে বিপিন পাল একটি আধ্যাতিক গানের মাধ্যমে মুগ্ধতা ফুটিয়ে তোলেন। পুতুলের মতো খুদে শিশুদের দিয়েই এবার তার ঐতিহ্য তুলে ধরেন ক্ষুদে শিক্ষার্থীদের দিয়ে। এতো সুন্দর পারফরম্যান্সে ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরালও পরিনত হয় এ নাচটি।
উল্লেখ, সম্রতি শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ডিসপ্লেটি পরিবেশন করা হয়।
Leave a Reply