ভারতের গুজরাট রাজ্যে কয়েকদিন ধরে চলা ব্যাপক বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। এ সময় বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কারণে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।
বৃষ্টি ও বন্যার রাজ্যটি বিপর্যস্ত হলেও আপাতত নিস্তার মিলছে না, দেশটির আবহাওয়া দপ্তর আরও বৃষ্টিপাতের ভবিষ্যদ্বাণী করছে। ৩০ অগাস্ট পর্যন্ত সেখানে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জানিয়ে সতর্ক করেছে তারা।
বৃহস্পতিবার গুজরাটের উপদ্বীপীয় অঞ্চল সৌরাষ্ট্রের জেলাগুলির বিভিন্ন এলাকায় অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।
রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে, এবারে গুজরাটে বার্ষিক গড়ের তুলনায় ১০৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
রোববার বন্যা শুরু হওয়ার পর থেকে বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় প্রায় ১৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বমিত্রী নদীতে পানি ছাড়া হয়েছে। এতে নদীর নি¤œপ্রবাহে বন্যা দেখা দিয়েছে। নদী তীরবর্তী ভাদোদারা শহরের কিছু অংশসহ অন্যান্য শহর ও গ্রাম ১০ থেকে ১২ ফুট গভীর পানিতে তলিয়ে গেছে।
এক বিবৃতিতে রাজ্য সরকার জানায়, রাজ্যের ১৪০টি জলাধার ও বাঁধ এবং ২৪টি নদী বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে যুক্ত হয়েছে।
তবে বন্যা কবলিত এলাকা থেকে এখনও বহু মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ক্ষুধার্ত এসব মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়ে আছেন। কিন্তু টানা বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছেন না। নিরাপদ থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে তাদের।
Leave a Reply