ময়মনসিংহের ভালুকায় পিকআপ চাপায় কামরুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে সিডস্টোর-সখীপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল বাটাজোর গ্রামের মো. হারুন আল মামুনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিডস্টোর-সখীপুর সড়ক পার হচ্ছিল শিশু কামরুল ইসলাম। এ সময় সিডস্টোরগামী পিকআপের চাপায় সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিশুটিকে সখীপুর হাসপাতালে নেয়ার পর মারা যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খানা জানান, পিকআপ চালক গোলাম রব্বানীকে আটক ও পিকআপটি জব্দ করা হয়েছে। এঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply