স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তাঁর পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমীন। এক শুভেচ্ছা বার্তায় মোঃ আল-আমীন বলেন, “গণঅধিকার পরিষদের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আপামর জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের দল জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র, সুশাসন ও জনগণের ন্যায়সঙ্গত অধিকার রক্ষার আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ সবসময় সাহসী ভূমিকা রেখেছে। এই জেলার জনগণ ঐতিহ্যগতভাবে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস বহন করে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের পাশে থাকতে চাই।” এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীকে গণঅধিকার পরিষদের সকল কার্যক্রমের সঙ্গে থাকার আহ্বান জানান এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
গণঅধিকার পরিষদ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে দলটি রাজনৈতিকভাবে জনগণের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোঃ আল-আমীন।
Leave a Reply