উইমেন ডেস্ক: বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১, ২৪ ভাদ্র ১৪২৮
আজ বুধবার সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে এটি উদ্বোধন করেন।এদিন ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আয়োজনটির সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রয়েছে। যতই প্রতিকূলতা আসুক এই অগ্রযাত্রাকে থামানো যাবে না।বিটিভি ও বাংলাদেশ বেতারসহ দেশের প্রধান প্রধান টেলিভিশন চ্যানেল উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রচার করে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ভেরিফাইয়েড ফেসবুক পেজেও আয়োজনটি লাইভ স্ট্রিমিং হয়।
Leave a Reply