সত্যখবর ডেস্ক: কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান (মিঠু) আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
এতে নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে থাকলেন ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। যাচাই–বাছাইয়ে বাদ না পড়লে তিনি বিনা ভোটে চেয়ারম্যান হতে যাচ্ছেন। আগামী ২১ মে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে আজ বিকেলে ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, ভেড়ামারায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে আক্তারুজ্জামান নিজেই বেলা পৌনে তিনটার দিকে এসে তাঁর প্রার্থিতা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। এখন চেয়ারম্যান পদে একজন প্রার্থী থাকলেন।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে আক্তারুজ্জামান বলেন, পারিবারিক ও শারীরিক কারণে আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আমার জন্য দোয়া করবেন। দল বা দলের কোনো নেতার চাপ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, ‘কিসের চাপ? আমাকে কে চাপ দেবে?’
স্থানীয় আওয়ামী লীগের একটি সূত্র বলছে, দুই নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। অনেকে আক্তারুজ্জামানকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করতে চান। আবার কেউ কেউ আক্তারুজ্জামানের বিরোধিতা করে আবু হেনা মোস্তফার পক্ষ নেন। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যস্থতায় আক্তারুজ্জামান প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এসব বিষয়ে জানতে আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করলেও তিনি মুঠোফোন ধরেননি।
Leave a Reply