উইমেন ডেস্ক: ভোলার চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়ার্ডস্থ শরীফপাড়া এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ভোলার চরফ্যাশন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তারা হলেন- মো. লিটন (৩৩), বিবি রহিমা (৩০) ও মোসা. ছালেহা বেগম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৪৪ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার এসআই রাসেলের নেতৃত্বে একটি দল সোমবার মধ্যরাতে চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়াডস্থ শরীফপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে এসআই রাসেল বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে আজ মঙ্গলবার মামলা রুজু করে আসামিদের চরফ্যাশন আদালতে প্রেরণ করেন।
চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন বলেন, ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে চরফ্যাশনে জিরো টলারেন্সে রয়েছে থানা পুলিশ।
Leave a Reply