সত্যখবর ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। শনিবার দুপুরে উপজেলার পাগলা থানার লংগাইর এলাকায় গফরগাঁও-বরমী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মাইজবাড়ী থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে পাগলা যাওয়ার পথে লংগাইর এলাকায় বিপরীত দিক থেকে আসা চালের বস্তাবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পড়ে চালক মানিক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত তিন যাত্রীকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখান থেকে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পাগলা থানার ওসি খায়রুল বাশার জানান, নিহত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply