উইমেন ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ইয়াবাসহ খোকন মোল্লা (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।রবিবার ১৭ অক্টোবর সকালে উপজেলার পলিয়ানপুর সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত খোকন মোল্লা বরিশালের আজলঝারা উপজেলার পূর্ব সুজনকাটি গ্রামে মৃত করিম মোল্লার ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালানো হয়।
এ সময় ১১শ পিস ইয়াবাসহ খোকন মোল্লাকে আটক করা হয়। এ ঘটনায় বিজিরি পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply