মানব সেবা স্বেচ্ছাসেবী আদর্শ সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মানব সেবা স্বেচ্ছাসেবী আদর্শ সংগঠনের উদ্যোগে এক মহতী ইফতার বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও মানবসেবার মহান ব্রতকে ধারণ করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শিবগঞ্জ কোলাহল কমিউনিটি সেন্টারে আজকের এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ঘরে ঘরে ও ভ্রাম্যমানের মাধ্যমে ইফতার বিতরণ করা হয়। শেষে কোলাহল কমিউনিটি সেন্টারে কয়েকশো স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশেষ অতিথিদের নিয়ে ইফতার ও দোয়া মধ্য দিয়ে আয়োজনটি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাহল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রাফসান হৃদয় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এসএম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সারোয়ার হোসেন সারু ও নাদিম আলী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শাহাদাৎ হোসেন শাহীন। অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রকি আহাম্মেদ। মোঃ বাবু, সার্বিক সহযোগীতায় মোঃ বিপ্লব খান, জামিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহিন্দ্রা মালিক সমিতি কানসার্ট সহ অন্যরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রিদয় আলী। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মোঃ তৌফিকুল ইসলাম ইতি। মানব সেবা স্বেচ্ছাসেবী আদর্শ সংগঠনের সভাপতি মোঃ জিহাদ লিডার ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান এ মহতী আয়োজনের নেতৃত্ব দেন।
রমজান মাসে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন একটি মহৎ উদ্যোগ, যা সমাজে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন মহতী কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন অতিথিরা।
Leave a Reply