1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

মারা গেলেন মুনতাহা হত্যাকাণ্ডে গ্রেপ্তার গৃহশিক্ষিকার নানি

  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১ মোট ভিউ
মারা গেলেন মুনতাহা হত্যাকাণ্ডে গ্রেপ্তার গৃহশিক্ষিকার নানি
মারা গেলেন মুনতাহা হত্যাকাণ্ডে গ্রেপ্তার গৃহশিক্ষিকার নানি

সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত শিশু মুনতাহা হত্যাকাণ্ডে গ্রেপ্তার গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়ার নানী কুতুবজান বিবি (৭৫) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে উপজেলার বীরদল ভাড়ারিফৌদ গ্রামে তিনি মারা যান।

এর আগে, গত রোববার মুনতাহা আক্তার জেরিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুতুবজান বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য কানাইঘাট থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু সন্দেহজনক কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, গত ৩ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ৬ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিন। এরপর ৭ দিন কেটে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে কানাইঘাট থানায় জিডি এবং পরে অপহরণ মামলা করেন মুনতাহার বাবা শামীম আহমদ। ৯ নভেম্বর রাতে প্রতিবেশী মার্জিয়াকে সন্দেহের ভিত্তিতে আটক করে কানাইঘাট থানা পুলিশ। ওই রাতেই ফজরের আজানের আগে মার্জিয়ার মা আলিফজান বিবি মুনতাহার মরদেহ বাড়ির পাশের একটি ডোবা থেকে তুলে অন্য একটি পুকুরে ফেলার সময় হাতেনাতে ধরা পড়েন স্থানীয়দের কাছে।

এরপর পুলিশকে খবর দিলে আলিফ জান ও তার মা কুতুবজান, প্রতিবেশী ইসলাম উদ্দিন ও নাজমা বেগমকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃদ্ধা কুতুবজান বিবিকে ছেড়ে দেয় পুলিশ। মার্জিয়াসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে আসামিরা কানাইঘাট থানায় ৫ দিনের রিমান্ডে আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল। তিনি বলেন, মুনতাহা হত্যা মামলায় সন্দেহজনক আটক করা হয়েছিল কুতুবজান বিবিকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে সংবাদ পেয়েছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com