1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

মিরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইমঃ সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৭৮ মোট ভিউ

উইমেন ডেস্ক: কুষ্টিয়া মিরপুরে মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত।

সোমবার (২৭ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রণয়ন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আরেফিন।

মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃপঃ কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন।

এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, একরিমুরেজা সবান জোয়ার্দ্দার, শফিকুল ইসলাম মন্টু, আব্দুল হান্নান, আব্দুল হান্নান মন্ডল, গিয়াস উদ্দিন, মাহবুর রহমান মামুন, নুরুল ইসলাম, সাইফুদ্দিন মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তির চিকিৎসার বিষয়ে সবাইকে অবহিত ও উদ্বুদ্ধ করাই এ দিবস পালনের লক্ষ্য। সভায় বক্তারা বলেন, শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণই নয়, যুব সমাজকে মাদকদ্রব্যের ছোবল থেকে রক্ষার জন্য খেলাধুলার বিকল্প নেই। মাদকের অনুপ্রবেশ ঠেকাতেও গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বন্ধ করে দিতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার কোন বাহিনীর একার পক্ষে সম্ভব নয়, তাই একে প্রতিরোধ করতে দলবল নির্বিশেষে সকল এগিয়ে আসার আহবান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com