উইমেন ডেস্ক: মেহরপুরে ছয়টি স্বর্ণবারসহ মাসুদ ও কানিজ ফাতিমা লিপি নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাসুদ নারায়নগঞ্জের বন্দর থানার মদনপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও কানিজ ফাতিমা লিপি রাজধানীর মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর পাঁচটার দিকে মেহেরপুর শহরের প্রধান সড়কের বড়বাজর চৌরাস্তা মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
মেহেরপুর থানা পুলিশ জানায়, ঢাকা থেকে বুধবার ভোরে তারা মেহেরপুরে এসে পৌঁছায়। তারা দুটি করে স্বর্ণের বার একত্রিত করে কালো টেপে প্যাচানো অবস্থায় তিনটি প্যাকেটে ছয়টি স্বর্ণবার নিয়ে মেহেরপুরে আসে। এরপর শহরের বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে কাথুলী বাস স্ট্যান্ডের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে জোসনা বেকারির সামনে থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা।
রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল।
Leave a Reply