উইমেন ডেস্ক: শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০ আশ্বিন ১৪২৮ |
জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে ছোট ভাই এমদাদের লাঠির আঘাতে বড় ভাই জিয়াউল নিহত হয়েছেন।
শনিবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হামলাকারী পলাতক রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত বাড়ির সামনের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই এমদাদ বড় ভাই জিয়াউলকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু বলেন, হামলাকারী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, হামলাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply