সত্যখবর ডেস্ক: যশোরের বসুন্দিয়ার সদুল্লাপুরের একটি খাল থেকে ইমন নামে এক ইজিবাইক চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পিবিআই লাশের পরিচয় শনাক্ত করে।
নিহত ইমন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আবুল কালামের ছেলে।
ছিনতাইকারীরা তার ইজিবাইকটি ছিনতাই করে ইমনকে হত্যার পর লাশ ওই খালে ফেলে চলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইমনের বাবা আবুল কালাম জানান, গত ২৮ এপ্রিল ভোর ৬টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে তারা অভয়নগর থানায় একটি সাধারণ ডায়রি করেন। মঙ্গলবার পুলিশের কাছ থেকে তারা ছেলের মৃত্যুর খবর পান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব নদের সাথে সংযুক্ত খালের (কাটাখাল নামে পরিচিত) পাড় থেকে দুর্গন্ধ আসতে থাকে। খোঁজ নিতে গিয়ে তারা বস্তায় ভরা এক যুবকের লাশ পানিতে ভেসে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন তারা।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ইজিবাইক ছিনতাই করতেই ইমনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন। হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
Leave a Reply