যশোরে বিদেশি মদসহ বিশ্বজিৎ হালদার (৪৫) নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক বিশ্বজিৎ হালদার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব-বর্ধমান জেলার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে এবং বিশ্বজিৎ হালদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশ একটি টিম যশোর শহরের পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশি মদসহ ভারতীয় নাগরিক বিশ্বজিৎ হালদারকে আটক করে।
Leave a Reply