রাজধানীর মুগদা থানার মানিকনগর ওয়াসা রোড এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত সুমি আক্তারের প্রতিবেশী মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, টিউশনি শেষে বাসায় ফিরছিলেন সুমি, তখনই দুর্ঘটনার শিকার হন তিনি। সুমি গৃহিণী ছিল। তবে পাশাপাশি বিভিন্ন টিউশনি করতেন। মানিকনগর ওয়াসা রোডে স্বামী মাহফুজ রহমানকে নিয়ে থাকতেন। তার বাবার নাম সাজু মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রাতে স্বজনরা ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানায় অটোরিকশার ধাক্কায় প্রথমে আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Leave a Reply