রাজধানীর কদমতলীর শ্যামপুর রোড এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণে মাহবুবুর রহমান (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী আবদুস সালাম জানান- কদমতলীর শ্যামপুর গ্লাস ফ্যাক্টরি রোড এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানায় হাড়ি-পাতিল তৈরির সময় ডাইস ফেটে যায়। এ সময় গলিত অ্যালুমিনিয়াম কিছু অংশ মাহবুবুর রহমানের শরীরে পরে। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে শ্যামপুর এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Leave a Reply